তুমি আমার শীতের সকাল,
কুয়াশামাখা ভোরের আলো।
তুমি আমার যখন তখন,
আমার মন্দ, আমার ভালো।


তুমি আমার কালবৈশাখী,
চৈতি হাওয়ায় চোখের বালি!
যখন তুমি উদাস বাউল...
বুকটা আমার করো খালি।।


পরের দুঃখ তোমার ব্যথা।
জাগিয়ে রাখো মানবতা...
তোমার বুকে স্বপ্ন আঁকি,
তুমিই যে আমার স্বাধীনতা।


তুমি রসদ কাব্য লেখার,
তুমি আমার কাগজ কলম।
তোমার কাছে অকপটে
বন্দী রাখি আমার মরম!


যখন কোনো অন্ধকারে,
না পাই যদি নিজের দেখা;
তুমি এসে দাঁড়াও পাশে,
তাই তো আমি হই না একা।