রাতের আকাশ উপুড়!
ঝলমলে আলোর জালে জড়িয়ে
আমার অস্তিত্ব!
অতীত এবং বর্তমানের মাঝে
আমি ত্রিশঙ্কু...
দড়ির পুতুল নাচের মতো কে যেন
আমায় নাচাচ্ছে!


অমাবস্যার চাঁদ পাশ ফিরে ঘুমোচ্ছিল।
আমার সঙ্গে দেখা হলো না।
এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র ব্যস্ত হয়ে পড়ল
আমার আপ্যায়নে।
কোনটা সপ্তর্ষি, কোনটা কালপুরুষ,তা অবশ্য
সব গুলিয়ে গেল! আমার মাথা ঘুরছিল,
ধ্রুবতারা শুধু 'ধ্রুবক'! অবিচল।


আমি ভবিষ্যৎ খোঁজার চেষ্টা করছি...


কে বলতে পারে, আর একবার আকাশবাণী হতেও তো পারে!
আর একটা "বিগ ব্যাং"!!!