কোনো এক বসন্তে
ছিঁড়ে গেছে অভিমানী
পলাশের মালা..
লাল মাটির পথে পথে
আনমনে বিছিয়ে রেখেছি
বিবর্ণ কুসুম!
বিবাগী পথ খুঁজেছে তোমায়!
সেদিনও শ্রাবণ সন্ধ্যায়,
অঞ্জলি ভরা ঝরা বকুল
শুকিয়েছে অপেক্ষার আঙিনায়!
তোমাকে পাইনি খুঁজে!
আজ হলুদ গাঁদার ফুলে
ভরেছে বাগান...
চন্দ্রমল্লিকায় সেজেছে কবরী ;
তুমি আসবে বলে।
হয়তো তুমি আসবে না
কোনোদিনও।
তবু সর্ষে ক্ষেতের আলপথে
খুঁজব তোমার পায়ের ছাপ...
হারিয়ে যাবো হলুদ বনে!!!