... পথ চাওয়াতেই আনন্দ...
কবি তো বলেছেন একদিন...


আমি তাকিয়ে থাকি প্রতিদিন!
প্রতিরাত, প্রতিক্ষণ....
বোধহয় খুঁজি 'আনন্দ'!
মাঝে মাঝে
ঘুমে বুজে আসে চোখ ;
জলের ঝাপটায় ঘুম ভাঙাই!


দিন যায়, রাত যায়,
এখনো কি হয়নি সময়!
আগাছায় ভরে গেছে সেই পথ।
কত দিন নিকোনো হয়নি দাওয়া;
যেখানে
তোমার আসন পাতা আজও ।


বর্ষা আসে, বসন্ত আসে ...
কবে যেন ভেঙে গেছে ঘর!
একটা দেয়াল বাঁধি যেই,
ভাঙে অন্যটা!
ফাঁক গলে হু হু করে ঢুকে পড়ে
বিরহের ঝড়...
তবুও আনন্দ খুঁজি।


বলেছিলে __
যেদিন শেষ হবে অসম্পূর্ণ কবিতা,
সেদিনই দেখা হবে ঠিক।
শেষ হয়নি সেই কবিতা....


ঠিকানা চাইনি __
হয়তো একদিন
পদচিহ্ন পড়বে সরণিতে।
অবসর সেই অনন্ত আনন্দে!!