আমারই চোখে
একদিন তুমি চিনিয়েছিলে
পদ্ম কুঁড়ির গভীরতা।
জাগিয়েছিলে সবুজ জলে
শ্যাওলা অতীত মন!
শীতের শেষে এসে __
বসন্তকে আনলে ডেকে কাছে।
রিক্ত ডালে সাজালে  কিশলয়
একটি একটি করে।
গুঞ্জরিলো অলি বসন্ত বাহারে!
প্রস্ফুটিত হলাম আমি
পলাশ শিমুল রাগে।
প্রাণের রঙে রাঙিয়ে আমায়
রাঙা হলে তুমি।


নব আনন্দে আমি
মুক্ত হই, সৃষ্টির ঝর্ণাধারায় ॥