মেঘের সাথে আড়ি।
বর্ষার এ লগনে
সূর্যের যেন বড্ড বাড়াবাড়ি!
বিকাল যখন হয়___
অস্তরাগে রাঙায় সূর্য
পূবের একটুকরো সাদা মেঘ!!
অসময়ে শরৎ আনে ডেকে ।
সূর্যের এটাও বাহাদুরি।
বৃষ্টি চাই বৃষ্টি চাই
মাতাল বাতাস বলছে যেন হেঁকে।
তখনই দুপুর সাজে
ঝুরো ঝুরো বৃষ্টি গায়ে মেখে ।
তবে ক্ষণিকের জন্য।
দিবস রজনী কাটছে এখন
দিন বদলের সুখে।
আষাঢ়ের যাবার বেলা হলো।
তবু সূর্যের তেজে বুঝি
বৃষ্টি যেন বিমুখে!