বৃদ্ধ মহাকাশ__
আছে কি কোনও অবকাশ,
মেপে নিতে পরিধি তোমার?
দিয়েছো কি বরাভয়,
লালিত যতেক সৃষ্টি,
অন্তরে তোমার!
কোটি কোটি কন্দুক অবিরাম
খেলে বেড়ায়,
তোমার ক্রোড় গহ্বরে,
হিসাব রেখেছো কি তার?


শূন্যতাই তোমার জগৎ,
মাপহীন তোমার হৃদয়...
বৃদ্ধ অথবা নবীন তুমি!
জানি না তোমার পরিচয়।
শুধু জানি,
তুমিই সৃষ্টির অহঙ্কার....
তুমিই সৃষ্টি, তু‍মিই ধ্বংস,
তুমিই অদৃশ্য পারাবার।
বিস্তীর্ণ ছায়াপথে তুমিই
পেতেছো তোমার সংসার।


প্রবল আকর্ষণে আজ বেঁচে থাকে,
পাঁচটা আঙুল...
কেউ আগে, কেউ পিছে
ছেড়ে দিয়ে মায়া মিছে,
জানে না কোথা যাবে হতে নির্মূল।


আমাদের ভবিতব্য,
ঝুলন্ত সবুজ গ্রহ,
একই পথে যাবে একদিন।
বৃদ্ধ মহাকাশ...
আমরা কৃপাধন্য, তবুও
পারব না শুধতে তোমার ঋণ।


তুমিই সৃষ্টি, তুমিই ধ্বংস।
তোমার ক্ষুধায় গিলে চলেছ
তামাম খেলার কন্দুক,
ভরিয়ে কৃষ্ণগহ্বর।
সে কি তোমার অহঙ্কার??
বৃদ্ধ মহাকাশ...
তুমি চিরনূতন, চিরনবীন থেকো,
যেওনা ছেড়ে তোমার
সাজানো সংসার।