কেন চাও বুকভাঙা ব্যথা ভালবাসা!
পৃথিবীর মাঝে থাক্ স্বার্থ নিঝুম।
মহাকাশ মহাদেশ সব ঢুঁড়ে শেষে,
  মুঠোয় ভরে নাও নিরালায় ঘুম!


দেশলাই কাঠিটায় বারুদ কথা বলে।
  জ্বালাতে পারে শহরের ইতিকথা।
কত ঠাঁই খুঁজে খুঁজে হলে হয়রান _
  জেনো পৃথিবীটা আজও রূপকথা।


বাঁচাটাই বড় কথা, মানবতা নয়!
  জীবন খেলো হলে কাঁদে উজবুক!
যেতে হবে একদিন সব ছেড়ে জানি
  তবুও দাগ কাটে কবিতার মুখ!