সবার মনের আশা __
অভাব অনটন বিহীন
একটি সুখের বাসা।
না হোক সে
বাবুই বাসার মতো।
চড়ুই পাখির মত নয়তো
পরের বাড়িতে থাকা।
হোকনা সে কুঁড়েঘর,
তবুও হবে খাসা!


চাই না অট্টালিকা__
ধনী মানুষের ঘর।
চাহিদার শেষ নেই যার,
সুখ আছে কি তার!
জানে না সে
আশা যখন ভুরি ভুরি,
পূর্ণ হয় না ভার!
সুখ-স্বপ্ন হয় ছারখার!
ভাঙে ঘর!