এক শব্দহীনতায়...
জীবন আজ যন্ত্রণায় স্তব্ধ!
তবু পূর্ণিমায় চাঁদ হাসে,
ঘুমন্ত ঘাসেদের কোলে...
ছায়া ঘন বনবীথি
পায়ে পায়ে এগোয় বিজনে!
পাখিরা মৃদু কলরবে
আসন খোঁজে রাত যাপনের।


এ নীরব যন্ত্রণার মাঝেও
আসন্ন অন্য যন্ত্রণায় জাগি।
এক ঝড়ের যন্ত্রণা!
চোখ বুজলেই দেখতে পাই
বিগত তাণ্ডবগুলি...
তালাবন্ধ ঘরে ঘরে
এবার কী অন্য রূপ নেবে,
আতঙ্কের ঘোর!!


সংশয়, উপকূলে ঝড়ের
সাথে সাথে তালাবন্ধও কী
হবে না তছনছ???
ঘর ভেঙে, রুজির তাগিদে,
সামাজিক দূরত্ব হারিয়ে
মানুষ করোনার কাছাকাছি!
ভাইরাস আর ঝড়
একযোগে ছড়াবে কী ভয়!