জীবনের পর জীবন হেঁটে
খুঁজেছি সেই প্রেম...
তুই বলেছিলি ভরিয়ে দিবি
আমার অপূর্ণতা।
কাঁটা ঝোপ ঘেঁটে
ক্ষত বিক্ষত হয়ে
বিষাক্ত হয়েছিস তুই!
আমার জন্য...
হয়ত শুধু আমারই জন্য!
ভুলেছিস দিগন্তের পথ।
দেখেও দেখিসনি
কত পথ পড়ে আছে
জোছনায়!
সবুজে হেঁটেছি কত দুপুর!
একসাথে ভিজেছি
ঝর্ণার ঝাপটায়।
পৌঁছতে পারিনি
সেই উপত্যকা মনে,
পাইনি কোথাও সেই প্রেম!
আরো কত শতাব্দী
হাঁটবো আমরা কে জানে!
হয়তো অকারণে!