কালবোশেখের প্রবল ঝড়ে,
বিজন ঘরে নিভলো বাতি।
বিজলী চমক, হানলো ঠমক,
একলা মনের অন্ধকারে।


ঝড়ের শেষে বৃষ্টি এলো,
আকাশ জুড়ে, মন ভিজিয়ে ।
মন মুকুরে পড়লো ছবি,
পেখম মেলা মন ময়ূরের!


বৃষ্টি তালে, শীতল জলে,
নাচলো দুজন গভীর রাতে।
জলে ভেজা পদ্ম ঠোঁটে,
পরশ পেলো স্বর্গ সুখের।


কায়া বিহীন মনটা কখন,
স্বপ্ন ঘোরে একলা মরে ।
রাত ফুরোলে মন ময়ূরী,
সত্যি বাঁচার স্বপ্ন খোঁজে!