এই আনন্দ-আকাশে
হঠাৎ কেন এলো ধেয়ে
এক জং রঙা মেঘের ঘনঘটা!


কথা ছিল না, তবু
কেন যে অসময়ে এসে
চোখে পাঠালো বর্ষার বারতা!


পুরোনো সে সংলাপ
হিমেল হাওয়ায় ভাসে ;
বাউল হলো আজ উদাসী মন!


হঠাৎ মেঘ ভেঙে রোদ্
শরীর ছুঁতে চাইলো!
কাতর অনুরাগে হ'ল উচাটন!


মন একা বসে বসে
বুকে নিয়ে হেমন্ত প্রেম
কোন এক অজানায় হারায়!


কেন যে বৃষ্টির মন
ভেজা ঘাসে হিম মোহে
শিশির কণিকা খুঁজে বেড়ায়!