কখন যেন বদলে গেছে
বসন্তের রঙ।
আর হয়তো হবে না দেখা।
হবে না সেই আগের মতো
কথা বলা।
ঝরবে না বসন্তের মূর্ছনা!
ডানা ভাঙা পাখি
বসে আছে জীর্ণ বাসায়...
কণ্ঠে জাগে না আর গান।


এই পর্যন্ত লিখে থেমে গেল
ভালবাসার কলম!
ভাবলো হয়ত বোঝার ভুল।
মনের সাগরে  ঢেউ ওঠে
আজও তেমনই।
বসন্ত হারানোর দেশে
কেন এমন হয়, কে জানে...