কালবৈশাখী এলো
বছরের প্রথমে, এ সন্ধ্যায়।
সাথে শিলা বৃষ্টিও এলো
যখন মধ্য বসন্ত।
ঝটকায় নামলো পারদ...
ঠাণ্ডা হ'ল বুঝি প্রাণ!


সত্যিই  শীতল হয় সব?
থমথমে আকাশ
আশঙ্কা জাগায় জীবনভর
এক ঝড়ের।
কালবৈশাখী রূপে
যেন জীবন তাণ্ডবের ছবি।


চাই না কেউই, তবু আসে,
আসতেই হয় তাকে।
কালবৈশাখী যেন
বসন্তের বিরহ যন্ত্রণা।
থমকে দাঁড়ায় প্রেমের গল্প।
সাথে বৃষ্টির মধু-কান্না।