দীর্ঘ পথ কখনো সোজা হয় না।
বাঁক থাকবেই।
সেখানেই  বিস্মৃতির বাস!


একটা মিছিল চলে গেল মোড় ঘুরে...
স্লোগান আস্তে আস্তে মিলিয়ে গেল। যেমন যায়।
মানছি না, মানি না
কিংবা দিতে হবে, দিতে হবে
শব্দেরা কেমন যেন,
ঘ্যানঘ্যানে শিশুর কান্না!


চাওয়া আছে, পাওয়া নেই।
অযথা বিরক্ত করা!
চিরকালই রক্ত গরম যৌবন দূতের
মগজ ধোলাই।
স্লোগান রাস্তার বাঁক পেরিয়ে,
বাজার পেরিয়ে
কোথায় যেন থামলো!


গরম হাওয়া খানিক ঘুরপাক খেয়ে
একটা ঝড় তৈরি করে ...
ভাঙতে জানে, গড়তে জানে না।
ভেঙে ভেঙে যে যার মতো পথে হাঁটো।
বৃষ্টি নামলে ছত্রভঙ্গ...


কিংবা ছেলেবেলার এলাটিং বেলাটিং...