একটা ভীষণ বোকা মেয়ে,
জীবন আঁকতে চাইতো!
অনেক ভালবাসায় ছুঁয়েও
সত্যি সে প্রেমই খুঁজতো!


সেই মেয়েটা, সেই মেয়েটা
নিছকই যে সাধারণ।
হাজার ভীড়ের মধ্যেও যে
তার অন্য একটা মন।


একলা থেকেও সবসময়ই
তাদের কথা ভাবতো।
ভালোবাসা  বিকিয়ে যারা
ভাতের চিন্তা করতো!


সেই মেয়েটা, সেই মেয়েটা
বুনলো একটা  বাসা।
সত্যি বাঁচা হারিয়েই মেয়ে
পোড়ালো সেই আশা!


বুঝলো জীবন যে রঙ্গমঞ্চ,
অভিনয় যেন শেষ কথা।
বোকা মেয়ে রইলো বোবা,
মিথ্যে হ'ল জীবন গাঁথা!