থাক্ না কথাগুলো
থরে থরে সাজানো,
পুরোনো কাপড়ের ভাঁজে!
আলমারি খুলে
কখনো ঘ্রাণ নিই।
বেশি নাড়াচাড়া করি না ;
পাছে কথারা
আগোছালো হয়ে যায়!


স্মৃতি আগলে
স্বপ্ন মায়ায় মাতাল হই।
খোলা আলমারি
তাড়াতাড়ি বন্ধ করে দিই।
চাবি থাকে সযত্নে,
আটপৌরে শাড়ির আঁচলে।
আঁচলের আড়ালে
নিশ্চিন্ত, ধুকপুক ভয় !!!