এসো আজ সবাই ___
গাছ বসাই।
সবুজে ভরিয়ে তুলি
ইট কাঠ পাথরের শহর!


দাবানলের লেলিহান শিখায়
কত অরণ্য হলো ছাই!
কত প্রচণ্ড ঝড় সমূলে উপড়ে
ফেলেছে সবুজ।
ভাঙা ডালের সাথে কত বাসা
ধূলায় লুটিয়ে আছে।
দেখেছি যত নীড়হারা পাখিরা
শুকনো পাতার ফাঁকে
কী যেন খোঁজে!


এসো, ওদের কথা ভাবি।
সবুজ গাছে গাছে ভরে তুলি!
অরণ্য উৎসব করি!
ফুলে ফলে ভরে উঠুক বাগান।
পাখি গেয়ে উঠুক গান!
প্রজাপতি মৌমাছি আনন্দে
মাতুক আবার!
সবুজ অভাবে হারাই না যেন
ওদের!


এসো গাছ লাগাই__
স্বপ্নীল সবুজে ভরাই প্রাণ ॥