প্রেম তো গেল বনবাসে।
তে রাত্তির কাটতে না কাটতেই
বুঝলাম, তার অভিমান নয়,
অনুরাগ আমার দীর্ঘশ্বাসে...


দিন চলে যায় পেটের খোঁজে ।


প্রেম চলে গেলে
সিন্দুকে কি আর পড়ে থাকে!
ভাঙা ঘরে একা থাকাও...
ভাল চোখে দেখে না লোকে!


কানে তুলো দিলেও...


স্মৃতি, সাবানের বুদবুদ,
গায়ে আঁকা লাল নীল নকশা,
দেখতে ভালো লাগে!
সব ভুল দোষ  তাই ফর্সা!


সিংহাসনে নয়__


নেভা প্রদীপের কুলুঙ্গিতে,
শূন্য চালের হাহাকারে,
এখানে সেখানে ইচ্ছেমতো
প্রেম রেখেছিলাম এই সংসারে!


তাই বোধহয় অভিমান!!


ওর চলে যাওয়াতে আমি
কাঁদিওনি মুখ বুজে!
তবুও বিবাগী মন সারাক্ষণ
কেন যে প্রেম খোঁজে!


প্রেম কি এসব বোঝে?