ও বনফুল ___
থাকিস তুই অনাদরে,
বাগানের এক কোণে!
কিংবা আগাছার সনে!
কেউ তো তোকে
দেয় না জল___
তবু আনন্দ তোর চোখে!


ও বনফুল ___
তুই নিজের মনে ফুটিস _
ফুরায় যখন জীবন,
তুই পথের ওপর ঝরিস!
পায়ে পায়ে দলিস!
দলন ব্যথা বুকে বইতে
তুই যে বড্ড ভালবাসিস!


ও বনফুল __
নেই  তোর রূপের ছটা__
নেই তো কোনো সুবাস __
তবু কত না আহ্লাদ!
নেই-রূপ ছড়িয়ে দিয়ে
কুঁড়ি থেকে পূর্ণ হয় হাসিস!
এ যে তোর অহঙ্কার!


ও বনফুল __
তুই জনম জনম
এমন হয়েই আসিস...
অবহেলার ব্যথা নিয়ে
আনন্দেতে ভাসিস!
নিজের জন্য বেঁচে থাকার
সার্থকতা খুঁজিস!