বর্ষা ঋতু এলো নিয়মেই ;
যেমনটা সে আসে বছর ঘুরে।
তবুও ঘন বর্ষার ঘনঘটা
দেখিনি এখনও!
একটানা মেঘের কলরব
ঢেকে রাখেনি তো আকাশ!
কখনো উঁকি দিয়ে যায়
দিনের প্রখর সূর্য!
চাঁদ, তারারাও হাসে রাতে,
মেঘ মুক্তির আহ্লাদে!


পান্না সবুজ পুকুরের পাড়ে
এখনো বসেনি ব্যাঙেদের
গানের আসর....
ঝিল্লিরাও হয়নি চঞ্চল....
ঝমঝম বারিধারার সাথে
ওরা করেনি সঙ্গত!!
কোথায় হারিয়ে গেছে
মাতাল বর্ষার মোহিনী রাত!!
শুধু জোনাকিরা চমকায়
জলার জঙ্গলে!


মন কেন ফিরে পেতে চায়
ফেলে আসা সেই সে উঠোনে
ঘন বর্ষার অনন্ত বিলাপ;
ভাললাগা আর ভালবাসা__
যেখানে একাকার!!