চেনা সে বসন্তে ___
ওরা কাছে আসে পরস্পর!
খড় কুটো জড়ো করে __
বাঁধবে যে ঘর।
দখিনা বায়ে উড়িয়ে পালক,
ওদের আনাগোনা।
ওড়ে ফড়িং প্রজাপতি __
ওরাও ওদের কতই না চেনা!


কী এক প্রীতির সম্পর্ক যেন
বসন্তের হাওয়ায়!
আমি শুধু বসে বসে ভাবি
মন নিরালায়!
এ যে এক বিশ্ব সংসারের
মহান লীলা খেলা!
কোথাও থাকে না অহেতুক
কোনো অবহেলা ।


বসন্তের পাখির কুজনে
সুর ঝরে__
নিষ্পাপ প্রকৃতির দরবারে,
অন্য মনে!