ফাগুন এলো ওই ...
বাতাসে আজ বসন্তের
গন্ধ যে থৈ থৈ __
আমার সাথী আমগাছে
ধরেছে যৌবনের মুকুল!
বউল গন্ধে মেতেছে
আমার উঠোন, বাড়ি।
গাছে নানান পাখির বাস।
ওরাই আমার সই __


ফাগুন এলো ওই...
ও কোকিল,
তুই একলা ডাকিস, কুহু,
সঙ্গী গেল কই?
কোকিলার কী ইচ্ছা করে
বাঁধতে বাসা ঘর!
ভাগ্য তার এমন কেন __
পরের বাসায় রাখে ডিম,
ছানা যে হয় পর।


ফাগুন এলো ওই..
বনে বনে রঙের মাতন,
উৎসবের হৈ চৈ __
হৃদয়ে হৃদয়ে দেয়া নেয়া,
এই বসন্ত-বেলায়।
ফাগুন যে আজ মুখরিত
প্রেমের গানে গানে __
বসন্ত বাতাস ছড়িয়ে যায়
ভালবাসার মানে!