কত না বসন্ত গেল __
কখনো হোঁচট খেতে খেতে,
পায়ে হেঁটে।
কখনো সুখের মাঝে
দুঃখটা চিনে, কেঁদে কেটে!!


কত না বসন্ত গেল __
লুকোচুরি খেলতে খেলতে!
এভাবেই বসন্তরা চলে যায়।
ফিরেও আসে
নিয়ম মেনে, হয়ে নিরুপায়।


যৌবন একদিন
বসন্তে পলাশ শিমুল নিয়ে
খেলা করেছিল হেলায়,
সোনাঝুরির হাটে!
ভেবেছিল,
বসন্ত বুঝি বারোমেসে।


প্রেম আজ আসে
দুচোখে চশমা এঁটে
জীবনের সন্ধ্যার ধার ঘেঁষে,
পলাশের ঘ্রাণ খোঁজে
নির্জন দুপুরে।
বসন্ত এভাবেই রয়ে যায়,
অগোচরে!