তোমার তুলি আদর টানে,
শূন্য পাতায় স্বপ্ন ছড়ায়।
ফাগুন রঙে ভরিয়ে সুখ,
হৃদয় আমার রক্তে রাঙে!


কাব্য লেখার ছলে কখন,
উদাস মনে আবির দিলে।
আঁচল বুঝি চঞ্চলতায়
তোমার বুকে পাগলপারা!


মাদল সুরে কোমর দোলে,
পলাশ-মালা হলো মাতাল।
কাক-জ্যোৎস্নায় মিহি স্বরে,
কোকিল ডাকে কৃষ্ণচূড়ায়।


কখন যেন আঁকলে ছবি,
ফাগের রঙে আমার চোখে!
বসন্ত সুখ দিলে আমায়,
তুমি যে এক পাগলা কবি!!