সেদিন হাওয়ায় হাওয়ায়
ভেসে এসেছিল বসন্তের ঘ্রাণ!
হেমন্তের শেষে
কি জানি কি ভেবে হঠাৎ
ডেকে উঠলো পিক্।
বড্ড চঞ্চলতা ছিল সে ডাকে!
বসন্ত এখনও দূরে...


সব পাতা ঝরে যাবে শীতে।
আড়াল যাবে সরে!
বেআব্রু যে বড় ভয়ঙ্কর!
আমিও কি তাই চাই না শীত!
তাই বুঝি ___
চঞ্চল কুহু ডাকে
ঘ্রাণ পেলাম যেন কচি পাতার,
নব বসন্তের।।