উড়ো মেঘে উড়ন্ তুবড়ি বৃষ্টি,
সোঁদা মাটির হৃদয়ে
গর্ত গর্ত ছোপ! উধাও রোদ্দুর
ফিরে আসে
ঝলমলে রামধনু মন ছুঁয়ে!


কখনো বা ঝরঝরিয়ে জুঁই বৃষ্টি
ফুলেল শয্যা পাতে!
কবির কলম উদাস সেই রাতে!


যখন ছাইরঙা আকাশ
সপ্তাহভর সূর্য ঢেকে রাখে,
ঘ্যানঘ্যানে বাদল
ডাকে ঘাম জবজবে গরম!
বন্দী ঘরে তখন
কবির এক হাতে রুমাল,
অন্য হাতে কলম!


কত বৃষ্টি দেওয়াল টপকে আনে
যত অতীত প্রেমের দাগ...
বর্ষা ধারার জল
মুছে ফেলে অকাল বিরহ ক্ষত,
কাব্য পাতায় বিছায় কামিনী সোহাগ!


পাগল বরিষণ ভাসাক কবি-মন।
বিরহ চোখ যখন টলটল,
দুঃখ হোক পদ্মপাতার জল!
পদ্য-সুখের নৌকা,
ঘাট পেরিয়ে চলবে অনুক্ষণ!