এই সবে এক পশলা বৃষ্টি হয়ে থমকে গেল।
মৃদু বাদল-বাতাসে পাতারা এখনও চঞ্চল ।
প্রতিটি পাতার আগায় টালমাটাল জল-ফোঁটা;
হাওয়ায় ঝরছে টুপ টুপ,হৃদ্ যন্ত্রের ছন্দে ॥


অতিমারীর ঝড়েও প্রকৃতি আজও অবিচল!
মুঠো মুঠো ছড়িয়ে দিচ্ছে ভালবাসার অঙ্গীকার।
আষাঢ়ের মেঘে লাল ডাক বাক্সটার চিঠিগুলো
এখনও অন্ধকারে! ওরা চেনেনি ইন্টারনেট!


জানলায় বসে আমি লিখে চলেছি মনে মনে
অনেক চিঠি, অনেক দ্রোহ,অনেক মানবিকতা।
লেখারা লেখাই থাকে মনে, বাস্তবে নাকি শূন্যতা!
এ যন্ত্রণার শেষ হবে কিনা জানি না। তবু আশা!


পৃথিবী একদিন সুস্থ হবে হয়ত, শারীরিক ভাবে।
মন কি তার পরিশুদ্ধ হবে? বুদ্ধিমানের নির্বুদ্ধিতায়!
চাটুকার রাজনীতিক, বিবেকহীন অমানুষ
জন্মাবে, এই সুন্দর প্রকৃতিকে কলুষ করতে।


বৃষ্টি তবু ঝরবে, ভালবেসে যাবে অনন্তকাল...