শীত ছিল সে সন্ধ্যায়।
কোথা থেকে তবু
বর্ষার ঘনঘটা
জমে ছিল মনে....


ভাগ করে নিতে অভিমান,
বৃষ্টি চেয়েছিলাম অবেলায়,
তুমি আমি
দুজনেই বোধহয়!


ফিরতেই হোতো....
দুজনে দুপথে ফেরা তাই।
বৃষ্টি এলো তখন!
আনন্দে ভিজলাম আমি।


তুমিও কি ভিজেছিলে?
নাকি খুঁজে পেলে
কোনো নিশ্চিন্ত ছাউনি?
লুকোলে নিজেকে!


উত্তর পাইনি...