তোর চোখতে চোখ রেখেছি,
আহ্লাদে আজ মরণ সুখ!
নাই বা পেলাম মনের দেখা
বাজলো বুকে নীরব সুর!


শরৎ হাওয়ায় নদীর ধারে
কাশের দোলায় মন উদাস!
জল-বালিতে খুঁজলি সোনা,
উথলে ওঠে নদীর বুক!


তোর কথাটা রেখে পাড়ে,
সাগর ডাকে ছুটলো নদী।
অশ্রু ভেজা হাজার সোনা
অবহেলায় সাজায় ঘর!


চোখের তারার ভালবাসা,
সাঁঝ তারায় রোজ হারায়!