চিকচিকে কাগজের কাটা ঘুড়ি
গাছের মগডালে নড়েচড়ে,
বিকেলের হাওয়ায় ___
রূপ যে তার এখনও অক্ষয়...
তাকাবো না যত ভাবি
কী আকর্ষণে চোখ চলে যায়?
"ও" কিছু কি বলতে চায়?


শেষ রোদ ছুঁয়ে যায় ওকে __
চোখ ঝলসায় কাগজ চকচকে!
গাছের ডালে জড়িয়ে সুতো
এখনও বুঝি ও উড়তেই চায়!
কে দেবে ওকে ধরাই?
আমি শুধু চেয়ে চেয়ে রই,
ওর রূপের পবিত্রতায়...


দেখতে দুঃখ,  লাগে না ভালো!
তবু মন চলে গেলো__
যতক্ষণ না নেভে দিনের আলো!
মনে হলো ___
এর চেয়ে ছিঁড়ে যাওয়া ভালো।
যেখানে জটিল জীবন উপন্যাসে
খাটে না কোনো অজুহাত!!


ঘুড়ি লুটতে এসে ক'টা ছেলে
কাটা সুতো ধরে অযথা টানে!
আঃ টানিস কেন?
ডালের খোঁচায় ছড়ে যাবে,
কেটে যাবে ওর পেলব "গা"!
কত ব্যথা পাবে জানিস না?
তোরা কি বুঝবি ওর যন্ত্রণা!


অনেক স্বপ্ন মেখে ও উড়েছিল!
আকাশ ছোঁয়া স্বপ্ন বোধহয়!
সহ্য হলো না জীবনের ___
কাটতে চায় না তো কেউই।
তবু কারোকে কারোকে
কাটা ঘুড়ি হয়ে  থাকতে হয়...
জটিল জীবন জিজ্ঞাসায়!!