কবে থেকেই চলা শুরু এক অজানা
পথে। উৎকন্ঠায় খুঁজি শেষ ঠিকানা!
হয়রান হই। পাই না ওঠার সিঁড়ি!
টপকে যাই অরণ্য, নদীনালা গিরি!
দিনে রাতে যখন তখন পথচলা,
শ্যেণ দৃষ্টির নজরে ওপরওয়ালা ।
ভুল হলে মাশুলও কড়ায় গণ্ডায়।
গন্তব্যে সেটাই পর-পার বোধহয় !


পথের দুধারে ছড়ানো ছিটানো মণি
মাণিক্য মোহ বা লোভ হিংসার খনি।
লোভ বাড়ালেই শেষ হয়ে যাবে পথ
মাঝপথে। পড়ে থাকবে স্বর্গের রথ_
অবহেলার ধূলোবালি মেখে। ভুলোনা
ভালবাসা, নয় শেষে রইবে বঞ্চনা।