আজও আমি একলা হাঁটি...
অনন্ত নক্ষত্র রাত,
হরিণী মায়ায় সান্ত্বনা দিতে আসে!
কালও তুমি এসেছিলে জানি...
আমার দুচোখে তখন বন্ধ পলাশ,
বসন্তের অপেক্ষায়...
মেঠো চাঁদ আলো ঢালে আলপথে...
হালকা হাওয়ায় অশরীরি ছায়াপথ
ছায়া ফেলে ভূট্টার ক্ষেতে,
ঠিক আমার দাওয়ার কাছে!
খরস্রোতা রাত উঠোন টপকায়...


আবারো আসবে কাল...
এবং আবারো...
অগোচরে!
এভাবেই তুমি আসবে অনন্তকাল!
আমিও একলা হেঁটে যাব ছায়াপথে!
বরাবর!