প্রকৃতি অকৃপণ __
তাই অরণ্য বেড়ে উঠেছিল
আপন ছন্দে...
ভালবাসার প্রাচুর্যে ডুবে,
বোঝেনি নিঃস্ব হবার যন্ত্রণা।


এলো নির্লজ্জ আধুনিকতার
হুঙ্কার!
আঘাতে ছিন্নভিন্ন হতে হতে
অরণ্য ছন্দহীন করে তুললো
নিজেকে।


উঠলো ধূলিঝড়!
থেমে গেল কবির কলম!
ভালবাসা হারিয়ে গেল
অরণ্যহীন শূন্যতায়!