ছোট্ট ছিলাম যখন __
হাতে নিয়ে তেরঙা পতাকা,
কাগুজে ছোট সুন্দর __
আহ্লাদে আটখানা ।
দৌড় দিতাম...
পত্ পত্ উড়তো স্বাধীনতা!
গুরুত্ব কী বুঝতাম অতো!
তবু ছিঁড়লে হতো কষ্ট!


আর আজ যখন __
স্বাধীনতা ছিঁড়ে খান খান...
রাজনীতির মহোৎসবে
ওড়ে নানান রঙের পতাকা।
নানান তাদের নীতি!
অকারণেও ছিঁড়লে পতাকা
দলে দলে ক্ষোভ...
হয়তো পড়ে লাশও!!


বিচার করতে পারে কী
লাশ কাটা ঘর__
কেন এবং কার দোষ!
হারিয়েছে স্বাধীনতার ঘোর।
বিপ্লব ভুলে গেছি
কাটা, ছেঁড়া, রক্তপাতে!
স্বাধীনতা আজ তুমি কার
এই সুপ্রভাতে!