রক্তকরবী ফোটা গল্প,
জাহান্নামের কথাকলি!
তিলোত্তমা সাগর জল,
কল পারে ঝগড়া সুখ!


ভোর ছিনিয়ে ভরপেট
কুসুমকলি একচোখে!
নূপুর ছন্দ বৃষ্টি ফোঁটা,
দিন দুপুরে রাত-ভীতি।


হকচকিয়ে জলকামান
ছিটকে মিছিল উদ্দাম!
মুখ ফসকেই গন্ধমাদন
গরীবগুর্বো হয় পেষাই!


ভূঁই চরকি আকাশ পথ
বিশ্ব যখন নন্দনকানন।