মস্তিষ্কে ঝিল্লির একটানা অনুরণন...
উড়োনচণ্ডী শব্দের বৃথাই গৃহপ্রবেশ!
যত ভাবি বাঁধা ছকে থাকব না,
ঘুরে ফিরে সেই একই চেহারা।


বাবুই কাব্যের বাসা বাঁধার সুখ;
বদলায় না।
নাটকের সংলাপের শুধু বাসাবদল।
সাজঘরে শব্দ সাজিয়ে মেরুদণ্ডের চিকিৎসা।


এ যেন 'শেষ হইয়াও হইল না শেষ'।


বাঁধাধরা ছোটগল্প!!!