ছয় দুগুনে...


১)সুখ-কাঁটা
................
কাঁটাভরা শুঁয়োপোকা, সজনের শাখে,
নিজ জালে বন্দি হয়, প্রজাপতি সুখে।


২)বিরহ
...........
রং নেই, তুলি নেই,শুকিয়েছে জল।
ভাবনারা  মরে গিয়ে ,চোখ টলটল।


৩)দর্শন
...........
সময় তো হাঁটে, নিজের সময় মত,
তুমি যত হাঁটো, বাড়ে জীবনের ক্ষত।


৪)বাস্তব
...........
কুরূপা সুরূপা হয়, আপনার গুণে।
কলঙ্ক জড়িয়ে চাঁদ, সুখী আনমনে।


৫)অঙ্ক
.........
লাভ লোকসান-- যখনই পাটিগণিত।
ভালবাসা আজ-- শুধুই বীজগণিত।


৬)জীবন
.............
শুরুটা একলার, শেষটাও তাই...
মাঝখানে তবু ছেঁড়া সুখ জমাই!