চৈত্র এলো যে দ্বারে ।
হা রে রে রে রে রে...
তপ্ত রবির কিরণে__
রুদ্র হয়ে সে ফুকারে।


উজল রোদের ছটা...
মাঠ হবে ফুটিফাটা!
চাষীর দৃষ্টি আকাশে
কখন জাগে ঘনঘটা!


চৈত্র মানে এক ঝড়
ওলোট পালোট ঘর!
ঝড়ের সাথে যে বৃষ্টি
স্বস্তিও আনে এরপর!


চৈত্র এলো চৈত্র এলো,
মন -পবন মধুর হলো!