চৈত্রের উষ্ণ হাওয়ায় উড়ে আসে কিছু ভুল;
যা ফেলে এসেছি পুরোনো খাতায়।
ছাড়ানো যায় না অচল কবিতার জট!
পড়ে থাকে আলাপের কিছু লেনদেন।


কান্নার যন্ত্রণাগুলো একে অপরকে জড়িয়ে...
অহমিকা বুঝতে দেয় না পরাজয়!
ঝোড়োপথে ঝুরো ফুলদলের দীর্ঘশ্বাস।
অনুভবে ধরে রাখি চেতনার সেই ডাক...


আড়ালে কান্না চেপে বসে বুকে।
হারায় শীতের বেলা বসন্তের কাজলে।
সত্যটা পিষে যায় গোলাপ সুবাসে।
তবু কথার কাজ নির্দিষ্ট সময় কাঁটায়।


এভাবেই বেঁচে থাকে অঙ্গীকার!
হাসির প্রলাপে ঢাকে বুকের মোচড়।
ফিরে যেতে ভয় বুঝি সত্যের ছায়ায়!
বিরোধ চেপে তাই হাতে হাত রাখি।


পাতায় পাতায় পূর্ণ হয় আর একটি বছর।
কবিতার জীবন ভরে নতুন কথার মীড়ে...