এখনও উল্কাপাত
হাত ধরাধরি করে থাকে
নিকষ কালো অন্ধকারে!
প্যাঁচার কর্কশ স্বরে
রাত্রি জেগে ওঠে নিঃশব্দে,
তারায় তারায়!


আরও করুণা চাও নৈঃশব্দ্য?


রাস্তার বাতি স্তম্ভের আলো
নিভে গেলে নিয়ম মেনে
আকাশ লাল হলো আবার!
কার যেন স্পর্শে
নৈঃশব্দ্য ছড়িয়ে গেল
উপসংহারে।