মনে পড়ে যায়....
ফেলে আসা শৈশবের
শীতের সকালবেলা।
ভোরের রোদের আভা আর
কুয়াশার খেলা।


হাঁ মুখের গরম ধোঁয়া
আঁকিবুকি কাটে রোদের ছটায়।
ভাই বোনে হুড়োহুড়ি,
কার মুখে কত ধোঁয়া জড়ো,
সেই প্রতিযোগিতায়!
বাবা এলে__
ভাল ছেলে, ভাল মেয়ে
মুখ গুঁজি বই এর পাতায়।


এখনো__
শীতের সকাল এলে,
ঘোলাটে সূর্য চোখ মেলে,
শেষ জীবনের
ধোঁয়া ধোঁয়া কুয়াশায়...
মনে দাগ কাটে না
রোদের ছটা!
জীবনের আঁকিবুকির ঘটা!


হারিয়ে গেছে জীবন চেনার
সেই সে প্রতিযোগিতা!