ধরিত্রী,
তখনই তুমি সার্থক "মা",
যখন তোমার বুকে
স্বচ্ছন্দ বাতাবরণে জন্ম নেবে
নিষ্পাপ সবুজ;
বন্ধ হবে সবুজ মনের ধর্ষণ;
থাকবে না ধর্মের হানাহানি ;
জন্মাবে মানবতার অঙ্কুর।


ধরিত্রী,
তখনই হবে তুমি সার্থক মা__
যখন তোমার সবুজ বুকে
অন্যায় করবে মাথা নত;
তোমার বুকই হবে সংশোধনাগার;
হিংসার বিষ মুক্ত হবে ভূমি।


ধরিত্রী,
জাগো সর্বংসহা,
তোমার মাতৃত্ব বোধে সাড়া দিক
তোমার আপামর সন্তানেরা।
ক্ষমা করো...
এ যে তোমার অহঙ্কার!