উৎসবের বার্তা নিয়ে
এলো অমাবস্যার রাত!
আলোয় আলোয়
ভাসা আনন্দের উৎসব!
আকাশের
অনন্ত কালোয় আঁকা
এক বুক তারা!
শুধুই তাকায়! হাসে!
জাগে দীপাবলীর রাত!!


এ এক আলোর উৎসব!
চারিদিকে রোশনাই...
আড়াল রাখে অন্ধ ব্যথা,
আঁধার-কথা!
আলোয় সাজে ঘর...


এমন দিনেই তো হারাই
মনের যত আঁধার!
মাটির দীপালিকায়
জ্বালাই আপন আলো;
হারিয়ে পাওয়া  পথে __
এগিয়ে যায়
জীবন আলোর মিছিল...
চাপা পড়ে যায়
গাঢ় অন্ধকারের আতঙ্ক!