দীর্ঘ পরিক্রমায়
পথভ্রষ্ট ক্লান্ত পথিক
অনিকেত হয়ে যায় কখন যেন!
মস্তিষ্কে শুধুই ঠিকানা খোঁজার জারণ!
দ্বন্দ্বের দমবন্ধ অপ্রতুল আবেগেও
বিনয়ের পরাকাষ্ঠা!
পথিক তবু হেঁটে চলে, পথভোলার আছিলায়।
কুঠুরিতে ক্রমে কমে আসে
পরাক্রম অম্লজান...
অপেক্ষায় থাকে আসন্ন অন্তিম!