পথের ধারে
এখন আর দূর্বাদল দেখি না।
কংক্রিটের  ফুটপাথে
জীবন ছোটে! দূর্বা দেখার ইচ্ছে
বা অবসর নেই!


দূর্বা গজায় আমার দুশো ছয়ের
আনাচে কানাচে ।


সত্তর ভাগ জলের পুতুলের
কি অহঙ্কার!
প্রদীপের নীচে অন্ধকারসম
বহুতলের ছায়ায়
বাঁচার লড়াই এর ঠোক্করে
দূর্বা দেখা আলসেমি !!


হৃদয় চেরা রাস্তায় ছুটন্ত মন,
সিগন্যালে থমকে যায়।
তন্দুরের আঁচে ধাঁ করে
শুকিয়ে যাবে সত্তর ভাগ জল।


বাকী তিরিশ ভাগ_
দূর্বার জন্য মাটির কাছাকাছি
পৌঁছে যাবে ঠিকই!