যুদ্ধ জয়ের উল্লাসে...
আমি এক পদাতিক,
চলার পথে ঠোক্কর খাই,
অগুণতি লাশে...
এতোই দম্ভ,
হেলমেট খুলে স্যালুট করি না।
সূর্যোদয়ের স্বপ্ন দেখি না।


যত লাশ, তত গুরুত্বের সন্ত্রাস।
স্পষ্ট দেখতে পাই
অর্থ লোভী সভ্যতার সর্বনাশ!
দেখি, রাজার নীতির বিলাস!


রক্ত মাখা ভারী বুট দিয়ে
গণতন্ত্রের অহঙ্কার পিষে পিষে
হেঁটে যাই নির্বিকার...