ভালবাসা প্রতিনিয়ত ঝরে
হৃদয়ে হৃদয়ে...
শুধু কুড়িয়ে নিতে হবে।
পৌঁছে দিতে হবে বিশ্বের দরবারে;
যেখানে তুমি আমি কাঙাল!
যেখানে বিদ্বেষ আগুন জ্বালায়,
রক্ত ঝরায়...
যেখানে মনুষ্যত্ব হারিয়ে গেছে...


চলো, পৌঁছে যাই
সেই কাঙালের বিশ্বে,
ছড়িয়ে দিই একমুঠো শীতল ভালবাসা।
লাল গোলাপের পাপড়িতে নয়-
ভালবাসা জেগে উঠুক
মানবতার অঙ্গীকারে...
মুছে যাক যত কলুষতা...
ভালবাসাই হোক প্রতিবাদের ভাষা।


এসো,
ভালবাসাকে চিনতে শিখি!
প্রতিদিন...প্রতিক্ষণের ....শুভ মুহুর্তেই...