একলা নিটোল চাঁদ __
ঝিলের আয়নায় মুখ দেখছিল।
দুধ সাদা প্যাঁচানি
উড়ছিল আর গায়ে জোছনা
মাখছিল!
আরো বেশি রূপবতী হয়ে উঠলো
প্যাঁচা সুন্দরী ।
বাদুড়ের কালো রঙেও
পিছলে পড়ল অকৃপণ জোছনা!
এখন বসন্ত নয় __
কোকিলটা কাক-জোছনা ভেবে
সুরে গেয়ে উঠলো!
এসব দেখে চাঁদের হাসির যেন
বাঁধ ভাঙলো!


আজ চাঁদের বড় অহঙ্কার!
তার আলোয় যে সবাই চঞ্চল!
এমনকি আহ্লাদী রজনীগন্ধাও
গন্ধসুধা ঢেলে দিলো!
আহা মরি মরি!


এখন ভাদর __
মেঘ হীন আকাশে আজ
জোছনার বৃষ্টি ঝরছিল।
ঝর ঝরিয়ে, তর তরিয়ে....
কী এক অদ্ভুত বন্ধনে
বাঁধা পড়লাম আমি মাঝরাতে
একা!!
এক ঘুমহীন জানালায়...